ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে ‘সোনার হরিণ’ নাটক মঞ্চস্থ

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২০
শাবিপ্রবিতে ‘সোনার হরিণ’ নাটক মঞ্চস্থ

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম নাট্য বিষয়ক সংগঠন ‘থিয়েটার সাস্টে’র প্রযোজনায় ‘সোনার হরিণ’ নাটক মঞ্চস্থ হয়েছে।

 

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এই নাটক মঞ্চস্থ করা হয়।

বাস্তবতার ঘাত-প্রতিঘাত উপেক্ষা করে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরা তাদের স্বপ্নকে কতটুকু সার্থক করতে পারে এবং প্রচলিত সমাজ ব্যবস্থায় তাদের স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষার কতটুকু বাস্তবায়িত হয় তা নিয়ে রচিত হয়েছে নাটকটি।

নাটকটি রচনা করেছেন নূরুল করিম নাসিম। এর নির্দেশনায় ছিলেন ওমর ফারুক ভূঁইয়া দিপু। পুনঃ নির্দেশনা দিয়েছেন মো. ফয়সাল আহমেদ শুভ। নাটকটির সহ-নির্দেশনায় ছিলেন আফরিন শাহনাজ আশা ও অরিন্দম সাহা অমিত।

‘নাটক নির্মাণ করে যৌবন, নাটক আনবেই অবিনাশী প্লাবন’ এই স্লোগানকে সামনে রেখে ১৯৯৭ সালের ৮ ডিসেম্বর যাত্রা শুরু করে থিয়েটার সাস্ট। এরপর থেকে নাটক প্রদর্শনীর পাশাপাশি বিভিন্ন ধরনের স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম চালিয়ে আসছে সংগঠনটি।

বাংলাদেশ সময়: ২২০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২০
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।