ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

বালিয়াকান্দিতে ৫ পরীক্ষার্থী বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২০
বালিয়াকান্দিতে ৫ পরীক্ষার্থী বহিষ্কার

রাজবাড়ী: রাজবাড়ীর বালিয়াকান্দিতে অসদুপায় অবলম্বনের দায়ে পাঁচ দাখিল পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে বালিয়াকান্দি সরকারি কলেজ কেন্দ্র থেকে তাদের বহিষ্কার করা হয়।

ওই কেন্দ্রের সচিব মো. মুরাদুল ইসলাম বাংলানিউজকে জানান, কেন্দ্রে চলমান এসএসসি সমমানের দাখিল গণিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বড়হিজলী দাখিল মাদ্রাসার দুইজন ও সদাশিপুর-ঘোড়ামারা দাখিল মাদ্রাসার তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করেন রাজবাড়ী কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহাগ।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।