ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

আইইউবি-ব্রক বিশ্ববিদ্যালয়ের চুক্তি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২০
আইইউবি-ব্রক বিশ্ববিদ্যালয়ের চুক্তি

ঢাকা: কানাডার ব্রক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে উচ্চশিক্ষা বিষয়ে চুক্তি স্বাক্ষর করেছে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)। 

সম্প্রতি রাজধানীর বসুন্ধরায় আইইউবি ক্যাম্পাসে এ দুই শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার বেনোইট প্রিফনটেইন।

 

তিনি বলেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে এ চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে দ্বি-পাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে, যা দু’দেশের জন্যই অত্যন্ত কল্যাণকর।

আইইউবি ও ব্রক বিশ্ববিদ্যালয়ের মধ্যে সম্পাদিত চুক্তির মূল্য উদ্দেশ্য হলো উচ্চশিক্ষার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন ক্ষেত্রে পারস্পারিক সহযোগিতা আরও জোরদার করা। দু’টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা উপকরণ ও জ্ঞানভিত্তিক তথ্য আদান-প্রদান, যৌথভাবে কোনো গবেষণা কার্যক্রম পরিচালনা, শিক্ষা সংক্রান্ত পরামর্শ সভা ও সর্বোপরি ২+২ প্রোগ্রাম বাস্তবায়ন। এ ২+২ প্রোগ্রামের আওতায় প্রাথমিকভাবে আইইউবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা দুই বছর আইইউবিতে ও শেষ দুই বছর ব্রক বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার সুযোগ পাবে। শিগগিরই অন্য বিভাগের জন্য এ সুবিধা চালুর আশ্বাস দিয়েছে কানাডার শীর্ষ বিশ্ববিদ্যালয়টি।

ব্রক বিশ্ববিদ্যালয়ের গণিত ও বিজ্ঞানের ডিন, ড. সৈয়দ এজাজ আহমেদ ও আইইউবির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মিলান পাগন নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- কানাডার হাইকমিশনের সিনিয়র ট্রেড কমিশনার এবং কমার্শিয়াল কাউন্সেলর মিস করিন পেট্রিসর, ব্রক ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল সার্ভিসেসের পরিচালক মিস লে এলেন কেটিং, বিশেষ প্রজেক্ট কোর্ডিনেটর নাইজেল ডিক্সন, রিলেশনশিপ ম্যানেজার মেঘা শ্রীবাস্তব, আইইউবির ট্রাস্টি এস এম আল-হুসাইনি, এ কাইয়ুম খান, আইইউবির বিভিন্ন স্কুলের ডিন, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক এবং আমন্ত্রিত বিভাগীয় প্রধান ও সিএসইর শিক্ষকরা।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২০
পিআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।