ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

দ্বিতীয়দিনে সিলেট বোর্ডে অনুপস্থিত ৩৬৪ জন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২০
দ্বিতীয়দিনে সিলেট বোর্ডে অনুপস্থিত ৩৬৪ জন

সিলেট: সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার দ্বিতীয়দিনে ৩৬৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। তবে বহিষ্কারের কোনো ঘটনা ঘটেনি।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবির আহমদ বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।
 
তিনি বলেন, মঙ্গলবার বাংলা (আবশ্যিক) দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এ বিষয়ে ৯২ হাজার ২১৯ জনের পরীক্ষায় অংশ নেওয়ার কথা থাকলেও ৯১ হাজার ৮৫৫ জন অংশ নেয়। অর্থাৎ দ্বিতীয়দিনেও ৩৬৪ জন অনুপস্থিত ছিলো।

কবির আহমদ বলেন, এবার শারীরিক, শ্রবণ প্রতিবন্ধী ও আর্টিস্টিক ২৯ জন শিক্ষার্থী পরীক্ষা দিতে আবেদন করেছেন। অবশ্য এ সংখ্যা আরও বাড়তে পারে। মানবিক কারণে তাদের আলাদাভাবে পরীক্ষা নেওয়া হবে।

সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এবার এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৩৭০ জন। এরমধ্যে ছাত্র ৪৯ হাজার ৯৫৩ জন এবং ছাত্রী ৬৬ হাজার ৪১৭ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ২১ হাজার ৬৩০, মানবিক বিভাগে ৮৪ হাজার ৫২৩ ও ব্যবসা শাখায় ১০ হাজার ২১৭ জন পরীক্ষার্থী রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২০
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।