ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

শুরু হচ্ছে বাংলা অলিম্পিয়াড, আমেরিকা ভ্রমণের সুযোগ

ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২০
শুরু হচ্ছে বাংলা অলিম্পিয়াড, আমেরিকা ভ্রমণের সুযোগ

ঢাকা: দেশের ইংরেজি মাধ্যম স্কুলগুলোকে নিয়ে ৯ম বারের মতো শুরু হতে যাচ্ছে বাংলা অলিম্পিয়াড। আবৃত্তি, সঙ্গীত, চিত্রাংকন, উপস্থিত বক্তৃতা, নৃত্য, বাংলা কুইজ ও রচনা প্রতিযোগিতা থাকবে এবারের আয়োজন।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বাংলামটরে বিশ্বসাহিত্য কেন্দ্রের সম্মেলন কক্ষে ৯ম বাংলা অলিম্পিয়াড উপলক্ষে একটি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনের আয়োজন করে ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশের প্রিন্সিপাল রোকসানা জারিন, বাংলা অলিম্পিয়াডের সমন্বয়ক কামরুল আহসান, স্কুলের শিক্ষক আবুল কালাম আজাদ, সারোয়ার হোসেন,  মো. মিজানুর রহমান প্রমুখ।

আয়োজনে জানানো হয়, অলিম্পিয়াডে অংশগ্রহণের লক্ষ্যে শুরু হয়েছে রেজিস্ট্রেশন। আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষার্থীদের পক্ষ থেকে স্কুলগুলো রেজিস্ট্রেশন করতে পারবে। মোট ৭ টি বিভাগে অনুষ্ঠিত হচ্ছে এবারের প্রতিযোগিতা। এবছর বাংলা অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত তিন জনের জন্য থাকছে স্কুলের সম্পূর্ণ অর্থায়নে আমেরিকা ভ্রমণের সুযোগ। এই সুযোগটিও এ বছর প্রথমবারের মতো পাচ্ছে শিক্ষার্থীরা।

ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশের প্রিন্সিপাল রোকসানা জারিন বলেন, বাংলা ভাষা চর্চার এই প্রতিযোগিতার আয়োজন করতে পেরে ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশ আনন্দিত ও গর্বিত। এই প্রতিযোগিতার মাধ্যমে মূলত ইংরেজি মাধ্যম স্কুলগুলো ভাষার মাসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছে।

বাংলা অলিম্পিয়াডের সমন্বয়ক কামরুল আহসান বলেন, সারা দেশের শতাধিক ইংলিশ মিডিয়াম ও ইংলিশ ভার্সন স্কুলের অংশগ্রহণে এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘৯ম আন্তঃস্কুল বাংলা অলিম্পিয়াড- ২০২০’।

সংবাদ সম্মেলনে জানানো হয়, চট্টগ্রামের ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশ ক্যাম্পাসে ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ৯ম বাংলা অলিম্পিয়াড। ঢাকার উত্তরায় ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশ ক্যাম্পাসে দিনব্যাপী আয়োজনে বাংলা অলিম্পিয়াডের মূল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে ২৯ ফেব্রুয়ারি।

এ বছর ৯ম বাংলা অলিম্পিয়াডে উপদেষ্টা ও বিচারক হিসেবে থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী, বিশিষ্ট অভিনেতা ও লেখক হাসান ইমাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সৌমিত্র শেখর, একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী জামাল উদ্দিন আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, সরকারি সঙ্গীত কলেজের অধ্যক্ষ কৃষ্টি হেফাজ, অভিনেতা ও আবৃত্তিশিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায়, ছড়াকার আনজীর লিটন, আবৃত্তিকার শিমুল মুস্তাফা, রূপা চক্রবর্তী, ডালিয়া আহমেদ, আহকাম উল্লাহ, মাহিদুল ইসলামসহ বিশিষ্ট জনেরা।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২০
এইচএমএস/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।