ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

হরতালের প্রতিবাদে জাবি ছাত্রলীগের বিক্ষোভ

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২০
হরতালের প্রতিবাদে জাবি ছাত্রলীগের বিক্ষোভ বিএনপির ডাকা হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাবি শাখা ছাত্রলীগ।

জাবি: ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে বিএনপির ডাকা হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগ। সভাপতিকে অবাঞ্ছিত ঘোষণা করায় তাকে ছাড়াই মিছিল করে নেতাকর্মীরা।

রোববার (২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে মিছিলটি বের করেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে বিশ্ববিদ্যালয়ের ছেলেদের সাতটি হল থেকে প্রায় ছয় শতাধিক নেতাকর্মী অংশ নেন।

মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে শহীদ মিনারের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে জাবি শাখা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক মইনুল হোসেন রাজন বলেন, গত ছয় মাস যাবত সাধারণ সম্পাদক ক্যাম্পাসে নেই। সভাপতিকেও সব সময় পাওয়া যায় না। এভাবে একটি গুরুত্বপূর্ণ ইউনিট চলতে পারে না। তাই সভাপতি ছাড়াই শাখা ছাত্রলীগের কর্মসূচি পালন করবো। আমাদের পরবর্তী কর্মসূচি সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।

এদিকে শাখা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি, ছয় মাস আগে ক্যাম্পাস থেকে সাধারণ সম্পাদকের লাপাত্তা হয়ে যাওয়া, সংকটময় মুহূর্তে সভাপতিকে পাশে না পাওয়া ও তার একনায়কতান্ত্রিক মনোভাবের কারণে সভাপতি মো. জুয়েল রানার প্রতি অনাস্থা জানিয়ে গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) তাকে অবাঞ্ছিত ঘোষণা করে বাইক শোডাউন করেন নেতাকর্মীরা। এসময় সভাপতিকে যেকোনো কর্মসূচিতে প্রতিহত করারও ঘোষণা দেন তারা।

মিছিলে অংশ না নেওয়ার বিষয়ে জানতে চাইলে সভাপতি মো. জুয়েল রানা বলেন, আজ কোনো ধরনের কর্মসূচি পালন করতে কেন্দ্রের নিষেধ ছিল। এজন্য আমি মিছিলে যাইনি। তারা কেন্দ্রের নিষেধ অমান্য করে মিছিল করেছে। মিছিলের বিষয়ে আমি কেন্দ্রকে জানিয়েছি। তারা এ বিষয়ে ব্যবস্থা নেবে।

নিষেধ উপেক্ষা করে মিছিল করার বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফফান হোসেন আপন বলেন, আমরা কেন্দ্রীয় ছাত্রলীগ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা করেই আজকের কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছি।

এ বিষয়ে জানতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।