ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

এনটিআরসিএ'র নতুন চেয়ারম্যান অরুণা বিশ্বাস

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
এনটিআরসিএ'র নতুন চেয়ারম্যান অরুণা বিশ্বাস

ঢাকা: বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষে (এনটিআরসিএ) নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার (২৯ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে।

এনটিআরসিএ’র চেয়ারম্যান হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব অরুণা বিশ্বাস।

 

অরুণা বিশ্বাস প্রশাসন ও অর্থ বিভাগের দায়িত্বে ছিলেন।

বেসরকারি স্কুল কলেজে পরিচালনা পর্ষদের ক্ষমতা খর্ব করে নিবন্ধন পরীক্ষার মাধ্যমে এনটিআরসিএ'র মাধ্যমে শিক্ষক নিয়োগ দিয়ে থাকে সরকার।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২০
এমআইএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।