ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

বরিশাল আইএইচটির ৪ শিক্ষার্থী বহিষ্কার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২০
বরিশাল আইএইচটির ৪ শিক্ষার্থী বহিষ্কার

বরিশাল: গভীর রাতে ছাত্র নির্যাতনের ঘটনার সঙ্গে জড়িত চার শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বরিশাল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) কর্তৃপক্ষ।

বুধবার (২৯ জানুয়ারি) বিকেল ৩টায় বিষয়টি নিশ্চিত করেন ইনস্টিটিউট অধ্যক্ষ এসএম সাইফুল ইসলাম।

বহিষ্কৃতরা হলেন, রেডিওলজি বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী সাগর বিশ্বাস দেবজিৎ, সৈকত বিশ্বাস, একই বর্ষের ডেন্টাল অনুষদের মো. ইমন এবং ফার্মেসী অনুষদের পিয়াস চন্দ্র কুড়ি।

 

তিনি জানান, ২৩ তারিখ রাতে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির ছাত্রাবাসের ৪১৩ নম্বর কক্ষে ডেন্টাল অনুষদের মো. সালাউদ্দিনকে মারধরের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ওই তদন্ত কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে দোষীদের বিরুদ্ধে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ব্যবস্থার মধ্যে চার শিক্ষার্থীকে হোস্টেল থেকে আজীবনের জন্য বহিষ্কারের পাশাপাশি একাডেমিক (শিক্ষা) কার্যক্রম থেকে দু’জনকে এক বছর ওদু’জনকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২০
এমএস/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।