ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

ভোটের তারিখ পেছালো, শিক্ষার্থীদের অনশন ভাঙালেন ভিসি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২০
ভোটের তারিখ পেছালো, শিক্ষার্থীদের অনশন ভাঙালেন ভিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়: সরস্বতী পূজার কারণে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের তারিখ পরিবর্তনের ঘোষণা আসার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচন পেছানোর দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের অনশন ভাঙালেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

শনিবার (১৮ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে উপাচার্য শিক্ষার্থীদের জুস পান করিয়ে অনশন ভাঙান।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক নিজামুল ইসলাম ভূইয়া, জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মিহির লাল সাহাসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন>> ঢাকা সিটি ভোট পিছিয়ে ১ ফেব্রুয়ারি

ঢাবি উপাচার্য বলেন, যখন সমাজের অনেক অংশ কথা বলতে পারে না, তখন অন্ততপক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মহৎ মূল্যবোধ প্রতিফলনের জন্য বক্তব্য রাখে। এমন একটি পদ্ধতিতে তারা আন্দোলন করেছে, একটি সুস্থ ধারার চিন্তার প্রতিফলন তারা দেখাতে সক্ষম হয়েছে। গণতান্ত্রিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে একটি যৌক্তিক দাবি তারা উত্থাপন করেছে। এটি সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে।

শিক্ষার্থীদের দাবির প্রতি সম্মান জানানোর কারণে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান উপাচার্য।

ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরের পর রাজু ভাস্কর্যের পাদদেশে অনশন শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আরও পড়ুন>> অনশনে অসুস্থ ১২ শিক্ষার্থী, চার শিক্ষকের সংহতি

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২০
এসকেবি/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ