ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

জাবিতে ছাত্রফ্রন্টের আহ্বায়ক কমিটি গঠন

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৭ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২০
জাবিতে ছাত্রফ্রন্টের আহ্বায়ক কমিটি গঠন

জাবি: সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার ১০ সদস্য আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) সংগঠনটির এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রোকন স্মৃতি গ্রন্থকেন্দ্রে সংগঠনটির এক কর্মীসভায় এ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

এতে বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ৪৪তম ব্যাচের শিক্ষার্থী শোভন রহমানকে আহ্বায়ক এবং ভূগোল ও পরিবেশ বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- সম্পদ অয়ন মারান্ডি, সুমাইয়া ফেরদৌস, কনোজ কান্তি রায়, আরিফুল ইসলাম, তানভীর আহমেদ কল্লোল, আমিরুল আবেদীন আকাশ, তানজিরুল ইসলাম রিফাত ও শারমিন আক্তার।

কমিটির আহ্বায়ক শোভন রহমান বলেন, আগামী পাঁচ মাসের মধ্যে এই কমিটিকে পূর্ণাঙ্গ করা হবে।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২০
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ