ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

ঢাবি ছাত্রী ধর্ষণ: শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২০
ঢাবি ছাত্রী ধর্ষণ: শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ 

ঢাকা: রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের প্রতিবাদে উত্তাল গোটা ক্যাম্পাস। সকাল থেকে মিছিল-সমাবেশ করছেন সবগুলো রাজনৈতিক সংগঠনসহ সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (৬ জানুয়ারি) সকালে ক্যাম্পাসে প্রতিবাদ সমাবেশ করে ছাত্রলীগ, ছাত্রদল ও কোটা সংস্কার আন্দোলন-সাধারণ ছাত্র পরিষদ শিক্ষার্থীরা।  

পরে দুপুর ১২টার দিকে মিছিল নিয়ে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেয় বাম সংগঠন ও কোটা সংস্কার আন্দোলন শিক্ষার্থীরা।

শাহবাগ মোড়ে অবস্থান নিলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা স্লোগানে স্লোগানে প্রতিবাম মুখর করে রেখেছে গোটা এলাকা। ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিচার চান তারা।  

আরও পড়ুন>>>ঢাবি ছাত্রী ধর্ষণের প্রতিবাদে উত্তাল ক্যাম্পাস

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২০
এসকেবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ