ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

ভিকারুননিসা নূন স্কুলে জেএসসিতে পাশের হার ৯৯.৮৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯
ভিকারুননিসা নূন স্কুলে জেএসসিতে পাশের হার ৯৯.৮৬ ভিকারুননিসা নূন স্কুলের জেএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের উল্লাস। ছবি: বাংলানিউজ

ঢাকা: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসএসি) পরীক্ষায় ভিকারুননিসা নূন স্কুলে পাশের হার ৯৯.৮৬। জিপিএ-৫ পেয়েছে ৮৫৩ পরীক্ষার্থী।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে স্কুলের নোটিশ বোর্ডে জেএসসি পরীক্ষার ফলাফল টাঙিয়ে দেওয়া হয়।

জানা গেছে, এ বছর ভিকারুননিসা নূন স্কুল থেকে জেএসসি পরীক্ষায় অংশ নেয় ২ হাজার ১১৮ পরীক্ষার্থী।

যার মধ্যে তিন জন বাদে সবাই উত্তীর্ণ হয়েছে।

এ বছর পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পাওয়া তাসনিম মাহমুদ বাংলানিউজকে বলে, খুবই ভালো লাগছে৷ গত বছর অনেক ভালো স্টুডেন্ট খারাপ করেছিলো। সে জন্য ভয়ে ছিলাম। রেজাল্ট দেখে ভয় কেটে গেছে৷

এদিকে, এখনো ভিকারুননিসা নূন স্কুলে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষার ফলাফল আসেনি।

বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯
ডিএন/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ