ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

শিশু হত্যাচেষ্টার অভিযোগে রাবি শিক্ষককে আদালতে তলব

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৯
শিশু হত্যাচেষ্টার অভিযোগে রাবি শিক্ষককে আদালতে তলব

রাবি: শিশু হত্যা চেষ্টার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফারসি বিভাগের শিক্ষক অধ্যাপক সৈয়দ আবু আব্দুল্লাহ মুর্তুজাকে তলব করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজশাহীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (শাহ মুখদম থানা আমলি) আদালতের বিচারক মাহাবুবুর রহমান তার বিরুদ্ধে সমন জারি করেন।

মামলায় উল্লেখ করা হয়েছে, গত ১১ ডিসেম্বর দুপুর আড়াইটায় নগরীর শাহ মুখদম থানার ডাঙ্গিপাড়া এলাকায় প্রতিবেশী সিরাজুল ইসলামের ৫ বছরের ভাতিজা শিশু আদনান শিক্ষক সৈয়দ আবু আবদুল্লাহ মুর্তুজার বাড়ির কলিংবেল বাজালে মুর্তুজা বাড়ির ভেতর থেকে ক্ষিপ্ত হয়ে বাইরে বের হয়ে আসেন এবং শিশু আদনানের বাম কানের উপর সজোরে থাপ্পড় মারেন।

এতে গুরুতর আহত হয়ে আদনান রাস্তায় লুটিয়ে পড়ে।

পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিশু আদনানকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

বৃহস্পতিবার শিশু আদনানের চাচা সিরাজুল ইসলাম আদালতে মামলা করলে আদালত মামলাটি গ্রহণ করে আসামির বিরুদ্ধে আগামী ২৬ জানুয়ারি আদালতে হাজির হওয়ার সমন জারি করেন।  

বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী অ্যাডভোকেট মুন্না সাহা।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ