ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

খুবিতে স্বাধীনতা শিক্ষক পরিষদের জয়জয়কার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
খুবিতে স্বাধীনতা শিক্ষক পরিষদের জয়জয়কার সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. মাহমুদ হোসেন এবং সহ-সভাপতি অধ্যাপক মো. শরীফ হাসান লিমন।

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) শিক্ষক সমিতি নির্বাচন-২০২০ এর ফলাফলে আওয়ামীপন্থি প্যানেল স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) জয়জয়কার হয়েছে। নির্বাচনের ফলাফলে কার্যনির্বাহী পরিষদের ১৩টি পদের মধ্যে সভাপতি ও সহ-সভাপতি পদ বাদে ১১টি পদ পেয়েছে এ পরিষদ।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত ১১টায় ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক কামরুল হাসান তালুকদার ফল ঘোষণা করেন। এর আগে দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনের মাল্টিপারপাস রুমে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, নির্বাচনে মোট ভোটার ৪৪৪ জন, যার মধ্যে ৪৭ জন শিক্ষাছুটিতে রয়েছেন। বাকি ৩৯৭টি ভোটের মধ্যে ৩৫৬টি ভোট পড়ে। এর মধ্যে দু’টি ভোট বাতিল হয়।

এছাড়া, নির্বাচনে অংশ নিয়েছেন আওয়ামীপন্থি শিক্ষকদের অপর প্যানেল বঙ্গবন্ধু পরিষদ এবং বিএনপিপন্থি শিক্ষকদের প্যানেল ন্যাশনালিস্ট টিচার্স অ্যাসোসিয়েশন (এনটিএ)।

এবার নির্বাচনে সভাপতি পদে স্বাশিপ সমর্থিত রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোসাম্মৎ হোসনে আরার (১৪৫টি ভোট) চেয়ে তিনটি ভোট বেশি পেয়ে বঙ্গবন্ধু পরিষদ সমর্থিত ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মাহমুদ হোসেন (১৪৮টি ভোট) সভাপতি নির্বাচিত হন।  

এছাড়া, এনটিএ সমর্থিত ব্যবসায় প্রসাশন বিভাগের অধ্যাপক মো. খসরুল আলম ৫৭টি ভোট পান। নির্বাচনে সহ-সভাপতি পদে বঙ্গবন্ধু পরিষদ সমর্থিত ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক মো. শরীফ হাসান লিমন ১৩৬টি ভোট পেয়ে নির্বাচিত হন।

সাধারণ সম্পাদক পদে ১৩৮টি ভোট পেয়ে নির্বাচিত হন স্বাশিপের অধ্যাপক ড. আশীষ কুমার দাস। বঙ্গবন্ধু পরিষদ থেকে অধ্যাপক ড. তরুণ কান্তি বোস ১৩০টি ভোট এবং এনটিএ সমর্থিত ব্যবসায় প্রসাশন বিভাগের অধ্যাপক শরিফ মোহাম্মদ ৮০টি ভোট পান।

নির্বাচিত বাকিরা স্বাশিপ সমর্থিত যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. শামীম আক্তার (১৩৬টি ভোট), কোষাধ্যক্ষ ফার্মাসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. উৎপল কুমার কর্মকার (১৩২টি ভোট), সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে প্রিন্ট মেকিং বিভাগের সহকারী অধ্যাপক মো. নাদিমুদ্দোলা (১৫২টি ভোট), প্রকাশনা সম্পাদক হিসেবে রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক সুমন চক্রবর্তী (১৫০টি ভোট) নির্বাচিত হয়েছেন।

সদস্য পদে স্বাশিপ সমর্থিত অ্যাগ্রোটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. প্রশান্ত কুমার (১৬১টি ভোট), অ্যাগ্রোটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. সারওয়ার জাহান (১৬০টি ভোট), ফিসারিজ ও মেরিন রিসোর্স বিভাগের সহকারী অধ্যাপক শাহিন পানভেজ (১৫৮টি ভোট), গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ছোটন দেব নাথ (১৪৭টি ভোট), আইন বিভাগের সহকারী অধ্যাপক তালুকদার রাসেল মাহমুদ (১৪৫টি ভোট) এবং ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইউ. এইচ রুহিনা জেসমিন (১৪২টি ভোট) নির্বাচিত হন।

বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
এমআরএম/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ