ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

ইবি কর্মকর্তা সমিতির সভাপতি জোহা, সা. সম্পাদক মোর্শেদ 

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
ইবি কর্মকর্তা সমিতির সভাপতি জোহা, সা. সম্পাদক মোর্শেদ 

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্মকর্তা সমিতি কার্যনির্বাহী পরিষদ-২০২০ নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার শামছুল ইসলাম জোহা ৩০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে রেজিস্ট্রার অফিসের উপ-রেজিস্ট্রার মীর মোর্শেদুর রহমান ২৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকার মমতাজ ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সন্ধ্যা ৭টার দিকে প্রধান নির্বাচন কমিশনার ইবি চিকিৎসা কেন্দ্রের চিকিৎসক রবিউল ইসলাম ফলাফল ঘোষণা করেন।

জানা যায়, এবার জোহা-মোর্শেদ ও পারভজে-হান্নান দুই প্যানেল নির্বাচনে অংশ নেয়। এতে ভোটার ছিল ৪৬৪ জন। এর মধ্যে ৪৪৭ জন কর্মকর্তা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ১৫টি পদের সবক’টি পদেই জোহা-মোর্শেদ প্যানেল বিজয়ী হয়।

নির্বাচনে সহ-সভাপতি পদে গোলাম আজম বিশ্বাস (২৭৮), মোহাম্মদ সলিমুল্লাহ সেলিম (২৬৯), যুগ্ম সম্পাদক রাশিদুজ্জামান টুটুল (২৮৯), কোষাধ্যক্ষ পদে আব্দুল লতিফ (২৬৯), প্রচার ও দপ্তর সম্পাদক পদে জাহিদুল ইসলাম (২৯৯), নারী বিষয়ক সম্পাদক পদে সুলতানা ডলি (২৯৩), সাংস্কৃতি সাহিত্য পত্রিকা সম্পাদক পদে মো. ওয়ালিদ হাসান মুকুট (২৮৪) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সদস্য পদে গোলাম হোসেন (২৮০), বাবুল হোসেন (২৭৩), আব্দুর রাজ্জাক (২৮৪), উকিল উদ্দীন (২৮৪), তোবারক হোসেন বাদল (২৫৭) ও মিজানুর রহমান (২৬৯) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ০৪৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ