ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

যবিপ্রবিতে ভর্তি পরীক্ষা, বহিস্কার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৯
যবিপ্রবিতে ভর্তি পরীক্ষা, বহিস্কার ২

যশোর: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের এ, বি এবং সি ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের কারণে দু’জন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।

বৃস্পতিবার (২১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়সহ যশোরের মোট নয়টি কেন্দ্রে একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ভর্তি পরীক্ষার কেন্দ্রগুলোর নিরাপত্তাসহ সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন উপাচার্য প্রফেসর ড. মো. আনোয়ার হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তারা।

 

এদিকে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের কারণে ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজে একজন এবং শিক্ষাবোর্ড স্কুল অ্যান্ড কলেজে অপর একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।  

শুক্রবার (২২ নভেম্বর) শুধু যবিপ্রবি ক্যাম্পাসে ডি, ই এবং এফ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ডি ইউনিট, বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ই ইউনিট এবং বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত এফ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৯
ইউজি/এবি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।