ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

বরিশালে এইচএসসিতে বৃত্তি পাচ্ছেন ৫৯৩ শিক্ষার্থী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৯
বরিশালে এইচএসসিতে বৃত্তি পাচ্ছেন ৫৯৩ শিক্ষার্থী

বরিশাল: বরিশাল বোর্ড থেকে ২০১৯ সালে উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ৫৯৩ শিক্ষার্থীকে ফলাফলের ভিত্তিতে মেধা (ট্যালেন্টপুল) ও সাধারণ বৃত্তি দেওয়ার চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত তালিকা অনুযায়ী বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মোট ৩২ জন মেধাবৃত্তি ও ৫৬১ জন শিক্ষার্থী সাধারণ বৃত্তি পাচ্ছেন।

বুধবার (২০ নভেম্বর) বরিশাল শিক্ষাবোর্ডের সচিব অধ্যাপক বিপ্লব কুমার ভট্টাচার্য্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, মোট ৩২ জন মেধাবৃত্তি পাচ্ছেন। যারমধ্যে বিজ্ঞান বিভাগের ১৬ শিক্ষার্থী, মানবিক বিভাগের আট শিক্ষার্থী ও ব্যবসায় শিক্ষা বিভাগের আট শিক্ষার্থী রয়েছেন।

সাধারণ বৃত্তি পাচ্ছেন ৫৬১ শিক্ষার্থী। যারমধ্যে বিজ্ঞান বিভাগে ১৪০ জন ছাত্র ও ১৪১ জন ছাত্রীসহ মোট ২৮১ জন। মানবিক বিভাগে ৭০ জন ছাত্র ও ৭০ জন ছাত্রীসহ মোট ১৪০ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৭০ জন ছাত্র ও ৭০ জন ছাত্রীসহ মোট ১৪০ জন শিক্ষার্থী রয়েছেন।

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৯
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।