ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

বেরোবি ভর্তি পরীক্ষা: সব ইউনিটের ফল প্রকাশ

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
বেরোবি ভর্তি পরীক্ষা: সব ইউনিটের ফল প্রকাশ ছবি: সংগৃহীত

বেরোবি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ছয় ইউনিটেরই ফলাফল প্রকাশ করা হয়েছে। 

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে আনুষ্ঠানিকভাবে ‘এ’ থেকে ‘এফ’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়।  

ফলাফলের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন বেরোবি জনসংযোগ দপ্তরের কর্মকর্তা আরিফুল ইসলাম।

ফলাফল ও ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.brur.ac.bd এবং জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের অফিসিয়াল ফেসবুক পেজে পাওয়া যাবে। পাশাপাশি, পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে পর্যায়ক্রমে ফলাফল পৌঁছে যাবে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।  

ফল অনুযায়ী আগামী ২৪ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে পছন্দের বিভাগের তালিকা জমা দিতে পারবেন উত্তীর্ণরা।  

সংশ্লিষ্ট ইউনিট সূত্রে জানা গেছে, আগামী ২৮ নভেম্বর (মঙ্গলবার)  বিভাগ বরাদ্দ দিয়ে তালিকা প্রকাশ করা হবে।

এছাড়া আগামী ২ ডিসেম্বর (সোমবার) ও ৩ ডিসেম্বর (মঙ্গলবার) পরীক্ষার ফল ও শিক্ষার্থীর পছন্দ অনুযায়ী বিভাগ যাচাই-বাছাই করে ভর্তি কার্যক্রম শুরু হবে। পরীক্ষার্থীরা ৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত সময় পাবেন আসন নিশ্চিত করার।  

পরে, শূন্য আসনের বিপরীতে আগামী ৫ ডিসেম্বর থেকেই বিভাগভিত্তিক দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করা হবে।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯

কেএসডি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।