ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

ফেনী ইউনিভার্সিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ১৮ নভেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৯
ফেনী ইউনিভার্সিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ১৮ নভেম্বর

ফেনী: ফেনীর প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় ফেনী ইউনিভার্সিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী আগামী ১৮ নভেম্বর (সোমবার)।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। কর্মসূচির মধ্যে রয়েছে র‌্যালি, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

এদিকে, ১৮ নভেম্বর সকালে জাতীয় পতাকা উত্তোলন, র‌্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুদ্দিন শাহ্ সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন ইউনিভার্সিটির ট্রাস্ট্রি বোর্ডের সভাপতি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। বিশেষ অতিথি থাকবেন ফেনী-২ আসনের সংসদ সদস্য (এমপি) নিজাম উদ্দিন হাজারী, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুস সাত্তার, ট্রাস্ট্রি বোর্ডের সদস্য মাকসুদুর রহমান, ট্রাস্ট্রি বোর্ডের ভাইস প্রেসিডেন্ট একেএম শাহেদ রেজা শিমুল, ট্রাস্ট্রি বোর্ডের মেম্বার সেক্রেটারি ডা. তবারক উল্যাহ চৌধুরী বায়েজীদ।

সভা শেষে দুপুর ২টা থেকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে সন্ধ্যা পর্যন্ত।  

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৯
এসএইচডি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।