ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

কুবিতে ভর্তির সাক্ষাৎকার শুরু ২৪ নভেম্বর

কুবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৯
কুবিতে ভর্তির সাক্ষাৎকার শুরু ২৪ নভেম্বর

কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার শুরু হবে আগামী ২৪ ও ২৫ নভেম্বর এবং ভর্তি কার্যক্রম শুরু হবে ২৬ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত। 

বুধবার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের আগামী ২৪ ও ২৫ নভেম্বর থেকে ইউনিট অনুযায়ী সাক্ষাৎকার নেওয়া হবে।

 

২৬ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত (শুক্র ও শনিবার ব্যতীত) বিভাগগুলোতে ভর্তি কার্যক্রম চলবে। এছাড়া নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে আগামী ১লা জানুয়ারি।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ইউনিট ভিত্তিক ফলাফল ও সাক্ষাৎকারসহ বিভিন্ন বিষয়ের তথ্য বিশ্ববিদ্যালয়ের cou.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। এছাড়া হেল্পলাইন ০১৫৫৭-৩৩০৩৮১ /০১৫৫৭-৩৩০৩৮২ এ যোগাযোগ করা যাবে।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।