ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

‘বুলবুল’র কারণে পেছালো ঢাবির ‘খ’ ইউনিটের সাক্ষাৎকার

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৯
‘বুলবুল’র কারণে পেছালো ঢাবির ‘খ’ ইউনিটের সাক্ষাৎকার

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): ঘূর্ণিঝড় ‘বুলবুল’র কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের সাক্ষাৎকারের নির্ধারিত সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

রোববার (১০ নভেম্বর) অনুষদের ডিন অধ্যাপক আবু মো. দেলোয়ার হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী সোমবার (১১ নভেম্বর) থেকে ‘খ’ ইউনিটের সাক্ষাৎকার শুরু হওয়ার কথা ছিল।

সেটি পরিবর্তন করে আগামী ১৬ নভেম্বর (শনিবার) সকাল ৯টা থেকে সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত চার শিফটে শুরু হবে। ওইদিন প্রতি শিফটে ১৫০ জন করে মেধাক্রম অনুসারে ১-৬০০ পর্যন্ত সাক্ষাৎকার নেওয়া হবে। ১৭ নভেম্বর (রোববার) একইভাবে ৬০১ থেকে ১২০০ পর্যন্ত, ১৮ নভেম্বর (সোমবার) ১২০১ থেকে ১৮০০ পর্যন্ত এবং ১৯ নভেম্বর (মঙ্গলবার) ১৮০১ থেকে ২৪০০ পর্যন্ত সাক্ষাৎকার নেওয়া হবে।

এছাড়া, থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগ, সঙ্গীত ও নৃত্যকলা বিষয়ের মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষার সূচি পরবর্তীতে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা নভেম্বর ১০, ২০১৯
এসকেবি/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।