ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

ভেড়ামারায় অসদুপায় অবলম্বনে সহায়তায় শিক্ষককে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৯ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৯
ভেড়ামারায় অসদুপায় অবলম্বনে সহায়তায় শিক্ষককে জরিমানা

কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারায় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় পরীক্ষার্থীকে অসদুপায় অবলম্বনে সহায়তা করার দায়ে এসএম আব্দুল মোনায়েম নামে এক শিক্ষককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (০৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল মারুফ এ দণ্ড দেন।

আব্দুল মোনায়েম একই উপজেলার ধরমপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (গণিত) হিসেবে কর্মরত।

সোহেল মারুফ বাংলানিউজকে জানান, ভেড়ামারার হালিমা বেগম একাডেমি স্কুল কেন্দ্রে জেএসসি পরীক্ষায় দায়িত্বপ্রাপ্ত শিক্ষক এসএম আব্দুল মোনায়েম তার নিজ প্রাইভেটের ছাত্রীকে প্রতিদিন সহায়তা করে আসছেন- এমন অভিযোগ পাওয়া যায়। বৃহস্পতিবার সকালে পরীক্ষা চলার সময় অসদুপায় অবলম্বনে সহায়তা করার সময় তাকে হাতেনাতে ধরা হয়। পরে পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন ১৯৮০ অনুযায়ী তাকে ২০ হাজার টাকা জরিমানা ও এক বছরের জন্য সব ধরনের পরীক্ষা কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৯
এমআরএ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।