ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে ফাজিল পরীক্ষার সূচি পরিবর্তন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৯
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে ফাজিল পরীক্ষার সূচি পরিবর্তন

ঢাকা: ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল (স্নাতক) পাস তৃতীয় বর্ষ পরীক্ষা-২০১৯ এর ইসলামের ইতিহাস দ্বিতীয়পত্র (৪১৪) ও উদ্ভিদ বিজ্ঞান দ্বিতীয়পত্রের (৪৮৩) সূচি পরিবর্তন করা হয়েছে।

অনিবার্য কারণবশত আগামী ১৪ নভেম্বরের পরীক্ষার স্থগিত করা হয়েছে। ওই দিনের পরীক্ষা আগামী ১৯ নভেম্বর সকাল ১০টা হতে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে বলে বিশ্ববিদ্যালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

তবে অন্যান্য বিষয়ের পরীক্ষার তারিখ ও সময় অপরিবর্তীত থাকবে। বিস্তারিত তথ্য ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.iau.edu.bd) পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৯
এমআইএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।