ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের একী কাণ্ড!

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
জাতীয় বিশ্ববিদ্যালয়ের একী কাণ্ড! জাতীয় বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষ অনার্স পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তিতে ভুল।

ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষ অনার্স পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে পরীক্ষার ফরম পূরণ শুরুর সময় ২০১৯ সালের বদলে লেখা হয়েছে ‘২০১৮ সালের’ ২ নভেম্বর। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্রেক করেছে হাস্যরসেরও।

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে পরীক্ষার ফরম পূরণের এ সময়ের কথা জানানো হয়।  

এতে বলা হয়, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের বিএ/বিএসএস/বিবিএ/বিএসসি ৪র্থ বর্ষ অনার্স পরীক্ষার আবেদন ফরম পূরণ অনলাইনে ০২/১১/২০১৮ থেকে শুরু হয়ে ২৪/১১/২০১৯ তারিখ পর্যন্ত চলবে।

ফরম পূরণ সংক্রান্ত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nubd.info/honours)  থেকে জানা যাবে। পরীক্ষার সময়সূচি এবং অন্যান্য তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটের মাধ্যমে পরে জানানো হবে। ’

পরীক্ষার ফরম পূরণের এ প্রেসবিজ্ঞপ্তি দেখে শিক্ষার্থীরা পড়েছেন বিভ্রান্তিতে। বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষার ফরম পূরণের জন্য গত বছরের ২ নভেম্বরের কথা উল্লেখ করা হয়েছে।  

সংশ্লিষ্ট শিক্ষার্থীদের প্রশ্ন, এটা কীভাবে সম্ভব? আর যদি সেটা ভুল হয় তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এমনটি কীভাবে করলো?

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর একটি কলেজের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের পরীক্ষার্থী আমিনুল ইসলাম বলেন, বিজ্ঞপ্তিতে দেখে আমরা বুঝে নিয়েছি এটি হয়তো ভুল। কিন্তু এতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের কাণ্ডজ্ঞানহীনতাই প্রকাশ পেয়েছে।  

তবে এ বিষয়ে যোগাযোগের জন্য বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের টেলিফোন নম্বরে কল করলেও কোনো সাড়া পাওয়া যায়নি।  

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।