ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

ময়মনসিংহে ৪ কোচিং সেন্টার সিলগালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
ময়মনসিংহে ৪ কোচিং সেন্টার সিলগালা

ময়মনসিংহ: সরকারি আদেশ অমান্য করে কোচিং কার্যক্রম পরিচালনা করায় ময়মনসিংহে চার কোচিং সেন্টার সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় স্থানীয় কণিকা ক্যাডেট কোচিংয়ের পরিচালক মাহাবুল আলমকে (২৬) সাতদিনের জেল দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে নগরীর বাউন্ডারি রোড এলাকায় অভিযান চালিয়ে এ চার কোচিং সেন্টারকে সিলগালা করে দেওয়া হয়। ময়মনসিংহ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ফাতেমা তুজ জোহরা এ অভিযান পরিচালনা করেন।

ফাতেমা তুজ জোহরা বাংলানিউজকে জানান, সরকারি আদেশ অমান্য করে কোচিং কার্যক্রম পরিচালনা করায় কণিকা ক্যাডেট কোচিং সেন্টারের পরিচালক মো. মাহাবুল আলমকে সাত দিনের জেল দেওয়া হয়েছে। এছাড়া চারটি কোচিং সেন্টার সিলগালা করা হয়েছে।

কণিকা ক্যাডেট কোচিং সেন্টারের অফিস তত্ত্বাবধায়ক রশিদুল ইসলাম সরকার জসীম জানান,‘অফিস খোলা রেখে মিটিং করার অপরাধে পরিচালক মাহাবুল আলমকে সাতদিনের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ’

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।