ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

কুড়িগ্রাম সদরের বিভিন্ন বিদ্যালয়ে ‘মিড ডে মিল’ চালু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
কুড়িগ্রাম সদরের বিভিন্ন বিদ্যালয়ে ‘মিড ডে মিল’ চালু

কুড়িগ্রাম: কুড়িগ্রাম সদরের ৫৭টি মাধ্যমিক বিদ্যালয় ও ৩০টি মাদ্রাসায় শিক্ষার্থীদের জন্য আনুষ্ঠানিকভাবে ‘মিড ডে মিল’ চালু করা হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে আনুষ্ঠানিকভাবে মিড ডে মিলের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন।

এসময় কলেজ অধ্যক্ষ হারুন অর রশিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজুর রহমান, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামসুল আলম, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরল ইসলাম প্রমুখ।

 

এ মিড ডে মিল চালুর ফলে ছাত্র-ছাত্রীরা পড়াশোনায় যেমন মনোযোগী হতে পারবে, তেমনি টিফিনের পর স্কুল ফাঁকি দেওয়া কমবে বলে মন্তব্য করেন বক্তারা।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
এফইএস/এবি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।