ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

আইইউবিএটিতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
আইইউবিএটিতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ঢাকা: ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) কলেজ অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ক্রিকেট প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে গত ২৪ অক্টোবর ক্যাম্পাসের অডিটরিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 প্রতিযোগিতায় বিবিএ এবং এমবিএ প্রোগ্রামের মোট ১১টি দল অংশ নেয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিজনেস অনুষদের ডিন অধ্যাপক ড. খায়ের জাহান সোগরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব।

উপাচার্য বলেন, খেলাধুলা শিক্ষার একটি অবিচ্ছেদ্য অংশ। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশসহ তাদের শারীরিক এবং মানসিক দক্ষতা বাড়াতে সহযোগিতা করবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এমবিএ কো-অর্ডিনেটর ড. সৈয়দ আলী ফজল, বিবিএ কো-অর্ডিনেটর আবদুল্লাহ আল ইউসুফ খান এবং প্যাট্রোনাস এডুকেশনের ম্যানেজার মো. সুমন।

কলেজ অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ক্রিকেট প্রতিযোগিতা পরিচালনা করেন হাসানুজ্জামান তুষার। অনুষ্ঠানে আইইউবিএটি বিজনেস সোসাইটির এক বছর মেয়াদী কমিটি ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ০৩৪৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।