ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

আইইউবিতে ‘গ্রেটা গ্রিন গ্লোবাল ডে’ শীর্ষক সম্মেলন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
আইইউবিতে ‘গ্রেটা গ্রিন গ্লোবাল ডে’ শীর্ষক সম্মেলন

ঢাকা: ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে (আইইউবি) অনুষ্ঠিত হলো ‘গ্রেটা গ্রিন গ্লোবাল ডে’ শীর্ষক দিনব্যাপী সম্মেলন।

সোমবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে সম্মেলনের বিষয়টি জানানো হয়। সম্মেলনের আয়োজন করে স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের গ্লোবাল স্টাডিজ অ্যান্ড গর্ভনেন্স (জিএসজি) প্রোগ্রাম।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এই আয়োজনের মূল আলোচ্য বিষয় ছিল পরিবেশ এবং উন্নয়ন সংশ্লিষ্ট বিষয়। এ উপলক্ষে দিনব্যাপী আয়োজনে ছিল উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা, বঙ্গোপসাগর নিয়ে গোলটেবিল বৈঠক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীরা দেশের পরিবেশের ক্ষয়ক্ষতি নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। পাশাপাশি পরিবেশ রক্ষায় সরকারকে বিষয়টি বিশেষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা এবং এর সমাধান খুঁজে বের করতে আহ্বান জানান।

পুরো আয়োজনের এই অংশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুইডেনের রাষ্ট্রদূত শার্লটা শ্লিয়েটার। দ্বিতীয় অংশে ‘বঙ্গোপসাগর’ বিষয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল ব্লেকেন, সাবেক রাষ্ট্রদূত ও অ্যাসিস্ট্যান্ট চিফ অব নেভাল স্টাফ এ এস এ আওয়াল, দ্য ডেইলি স্টারের অ্যাসোসিয়েট এডিটর শাহেদুল আনাম, বেপজার নির্বাহী চেয়ারম্যান এস এম সালাহউদ্দিন, সিপিডি’র নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক রাশেদ উজ জামান, একই বিভাগের শিক্ষক ওবায়েদুল হক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শাহাব এনাম খান, সাবেক রাষ্ট্রদূত তারিক করিম, বিআইএমআরএডি’র মহাপরিচালক কাজী এমদাদুল হক, ২০৩০ ওয়াটার রিসোর্সেস গ্রুপের উপদেষ্টা এম এমদাদুল হক, গ্রিন হাউজিং অ্যান্ড এনার্জি লি. এর ব্যবস্থাপনা পরিচালক মোস্তাক আহমেদ প্রমুখ। এই পর্বের সঞ্চালনা করেন আইইউবি’র মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের প্রধান ড. এ এন এম শিবলী নোমান খান।

বিকেলে অনুষ্ঠিত হয় সমাপনী পর্ব। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেনহোল্টজ। তিনি উপস্থিত বক্তৃতা পর্বে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন আইইউবি’র ইএসটিসিডিটি’র চেয়ারম্যান জনাব আব্দুল হাই সরকার, ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান জনাব রাশেদ আহমেদ চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে বক্তৃতা রাখেন চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব তৌহিদ সামাদ, আইইউবি’র ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মিলান পাগন ও আইইউবি’র সমাজ বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন ড. ইমতিয়াজ এ. হুসেইন।

সন্ধ্যায় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় আয়োজন।

বাংলাদেশ সময়: ০৩১৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।