ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

কনসার্টের মধ্য দিয়ে শেষ হলো আইইউবি’র ক্লাব কার্নিভাল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৯
কনসার্টের মধ্য দিয়ে শেষ হলো আইইউবি’র ক্লাব কার্নিভাল

ঢাকা: জাঁকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) তিন দিনব্যাপী ক্লাব কার্নিভাল। 

তিনদিনের এই আয়োজনের শেষ দিনে (২৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে এক কনসার্টের আয়োজন করা হয়। যেটি ছিল কার্নিভালের অন্যতম আকর্ষণ।

কারণ এবারের কনসার্টে পারফর্ম করেন দেশের কিংবদন্তি সঙ্গীতশিল্পী জেমস।

কিংবদন্তি এই শিল্পী একে একে গেয়ে শোনান ‘বিজলী, সুলতানা বিবিয়ানা, পাগলা হাওয়া, তারায় তারায়’র মতো জনপ্রিয় সব গান। এসময় তার কণ্ঠে কণ্ঠ মেলান কনসার্ট উপভোগ করতে আসা হাজারো শিক্ষার্থী। এছাড়া জেমসের আগে আইইউবি’র বিভিন্ন ব্যান্ড দলও এই আয়োজনে সঙ্গীত পরিবেশন করে।

এর আগে গত ২৩ অক্টোবর তিন দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মিলান পাগন। ডিভিশন অব স্টুডেন্ট অ্যাফেয়ার্সের (ডোসা) উদ্যোগে আয়োজিত এই কার্নিভালে আইইউবি’র ৩৬টি ক্লাব অংশ নিয়েছে।

আইইউবির এই কার্নিভালের মিডিয়া সহযোগী হিসেবে ছিল কালের কণ্ঠ (অনলাইন)।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৯
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।