ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

ঢাকা সিটি কলেজের নবীনবরণ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৬ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৯
ঢাকা সিটি কলেজের নবীনবরণ

ঢাকা: রাজধানীর ঢাকা সিটি কলেজের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) কলেজ ক্যাম্পাসে ছাত্র কাউন্সিল আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

অনুষ্ঠানে ঢাকা সিটি কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান সৈয়দ মোদাচ্ছের আলীর সভাপতিত্বে গভর্নিং বডির সদস্য কাজী মোর্শেদ হোসেন কামাল, সিটি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শাহজাহান খান, জনপ্রশাসন প্রতিমন্ত্রীর সহধর্মীনি সৈয়দা মোনালিসা হোসেন উপস্থিত ছিলেন।


 
আরও ছিলেন সিটি কলেজের উপাধ্যক্ষ (প্রশাসন ও অর্থ) অধ্যাপক মো. আনোয়ার হোসেন, উপাধ্যক্ষ (শিক্ষা) অধ্যাপক বেদার উদ্দিন আহমেদ, ছাত্র কাউন্সিলের তত্ত্বাবধায়ক অধ্যাপক ইয়াসমিন, অধ্যাপক ড. মশিউর রহমান।

প্রতিমন্ত্রী বলেন, অভিভাবকরা তাদের সন্তানদের অনেক আশা-আকাঙ্ক্ষা নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠান যেন তাদের সন্তানেরা লেখাপড়ার পাশাপাশি অন্যান্য মানবিক গুণাবলি অর্জন করতে পারে। তাই লেখাপড়ার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের মানবিক গুণ সম্পন্ন মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রতিমন্ত্রী শিক্ষিত ও দক্ষ হিসেবে গড়ে তুলে দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

মানুষের জীবনে আবেগ অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এ আবেগের কারণেই মানুষের শিল্পীসত্তার প্রকাশ ঘটে। কিন্তু অনিয়ন্ত্রিত আবেগ মানুষের জীবনকে ক্ষতিগ্রস্ত করে তোলে। ছাত্র-ছাত্রীরা অনেক সময় আবেগের বশবর্তী হয়ে জীবনে অনেক বড় ভুল করে ফেলে যা তাদের ভবিষ্যৎ জীবনকে নষ্ট করে দিতে পারে। তাই এ বয়সে আবেগকে নিয়ন্ত্রণ করে সঠিক লক্ষ্য বাস্তবায়নে কাজ করতে হবে।

আমরা বর্তমানে ডিজিটাল যুগে বাস করছি উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আমাদের সামনে তথ্য-প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে অনেক সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনাগুলো কাজে লাগানোর জন্য আমাদের একটি সুশিক্ষিত জাতি গড়ে তুলতে হবে। আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের দক্ষ করে গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৯
এমআইএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।