ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

ভিকারুননিসার গভর্নিং বডির নির্বাচন বাতিল দাবি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৭ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
ভিকারুননিসার গভর্নিং বডির নির্বাচন বাতিল দাবি সংবাদ সম্মেলনে ভিকারুননিসার অভিভাবকরা, ছবি: শাকিল আহমেদ

ঢাকা: নানা অভিযোগে ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির নির্বাচন বাতিলের দাবি করেছেন প্রতিষ্ঠানটির অভিভাবকরা। তাদের প্রধান অভিযোগ, ভুলে ভরা ভোটার তালিকার মাধ্যমে প্রহসনের নির্বাচন করা হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান তারা।

লিখিত বক্তব্যে মাধ্যমিক শাখায় অভিভাবক পদে পরাজিত প্রার্থী মো. খোরশেদ আলম বলেন, ভিকারুননিসার গভর্নিং বডির নির্বাচন ত্রুটিপূর্ণ ভোটার তালিকার মাধ্যমে আয়োজন করা হয়েছে।

এ নির্বাচন প্রত্যাখ্যান করেছি আমরা। এই ফল বাতিল করে নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন করে পুনরায় নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। আমরা এর জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। একইসঙ্গে বিদ্যালয়টির আহ্বায়ক কমিটির সভাপতির পদত্যাগও দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অভিভাবক ফোরামের অ্যাডভোকেট ইউনুস আলী আকন, পরাজিতপ্রার্থী মীর মোহাম্মদ সাহাবুদ্দীন টিপু, জেসমিন আক্তার, মো. আব্দুল মজিদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
ডিএন/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।