ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

জবি শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলায় ছাত্রমৈত্রীর নিন্দা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১২

ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র মৈত্রী জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রফিকুল ইসলাম জাহিদ ও সাধারণ সম্পাদক আল আমিন মাহাদী।

মঙ্গলবার এক বিবৃতিতে তারা জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষার বাণিজ্যিকরণের বিরুদ্ধে আন্দোলন করে আসছে।

বিশ্ববিদ্যালয় আইনের ২৭/৪ ধারা বাতিলের দাবিতে এর আগেও শিক্ষার্থীরা আন্দোলন করেছে।

ওই আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়কে প্রকৃত অর্থে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরিণত করার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আদলে উন্নয়ন ফি’র নামে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৫ হাজার টাকা শিক্ষার্থীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে।

এর প্রতিবাদে শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনের উপর ছাত্রলীগ সন্ত্রাসীদের এই হামলা ন্যাক্কারজনক।

বিবৃতিতে নেতৃদ্বয় অবিলম্বে এই হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জানান। সাথে সাথে উন্নয়ন ফি’র নামে এই চাঁদাবাজি বন্ধেরও দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১১ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।