ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

শুরু হচ্ছে স্পেস ইনোভেশন ক্যাম্প

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৪ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৯
শুরু হচ্ছে স্পেস ইনোভেশন ক্যাম্প দু’দিনব্যাপী ‘স্পেস ইনোভেশন ক্যাম্প’ এর প্রতীকী ছবি

ঢাকা: বাংলাদেশ ইনোভেশন ফোরামের উদ্যোগে নার্সারি থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দু’দিনব্যাপী ‘স্পেস ইনোভেশন ক্যাম্প’। 

শুক্র-শনিবার (১১-১২ অক্টোবর) অনুষ্ঠেয় এ ক্যাম্পে সারাদেশ থেকে স্কুল পড়ুয়া ৫শ শিক্ষার্থী অংশ নেবে বলে জানা যায়।  
অনুষ্ঠানের প্রথম দিন সকাল ৯টায় উদ্বোধনী আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য চৌধুরী মফিজুর রহমান।

আরও উপস্থিত থাকবেন সাবেক অতিরিক্ত ডিআইজি (সিআইডি) আব্দুল কাহার আকন্দ, সাবেক লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ এবং নাসার সাবেক সিস্টেম ইঞ্জিনিয়ার আজাদুল হক।
 
অনুষ্ঠানের দ্বিতীয় দিন বেলা ১১টায় বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।  
 
বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৯
এমআইএস/এবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।