ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

জবির কলা অনুষদের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৫ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৯
জবির কলা অনুষদের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কলা অনুষদের (ইউনিট-২) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়।

জবির কলা অনুষদের (ইউনিট-২) জন্য মোট ৮৫০টি আসন বরাদ্দ রয়েছে।

কিন্তু এই আসনের বিপরীতে ২০ হাজার ৯৫৮ জন শিক্ষার্থী এবারের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। প্রতি আসনের বিপরীতে অংশগ্রহণ করেছিল ২৭ জন পরীক্ষার্থী।

এদিকে, এবার প্রথমবারের মতো অংশগ্রহণকারী সব পরীক্ষার্থীর মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছে। আসন শূন্য সাপেক্ষ্যে মেরিট অনুযায়ী ওয়েটিং লিস্ট থেকে শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবে বলে জানিয়েছে রেজিস্ট্রার দপ্তর।

ভর্তি সংক্রান্ত নির্দেশনাবলী ও বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে (jnu.ac.bd) এবং (admissionjnu.info) পাওয়া যাচ্ছে।

বাংলাদেশ সময়: ০২০৫ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৯
কেডি/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।