ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

বেসরকারি কারিগরি শিক্ষকদের সাত দফা দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৯
বেসরকারি কারিগরি শিক্ষকদের সাত দফা দাবি

ঢাকা: কারিগরি শিক্ষা বোর্ডের বিএম কোর্সের পাঠদানের অনুমতি স্থগিত প্রত্যাহারসহ সাত দফা বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ বেসরকারি কারিগরি শিক্ষক সমিতি। 

রোববার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।  

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাংলাদেশ বেসরকারি কারিগরি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ এ কে এম মোকছেদুর বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (ব্যবসায় ব্যবস্থাপনা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ অনুযায়ী, এমপিওভুক্তির বিষয়ে জটিলতা নিরসন করে এমপিওভুক্তি করতে হবে।

পুনরায় সেমিস্টারভিত্তিক পাঠদান কার্যক্রম চালু ও বিএম সিলেবাস আপগ্রেড কারিকুলাম প্রণয়ন করতে হবে।  

তিনি বলেন, শিক্ষকদের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ, ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষণ আগের মত দুই মাস ও এইচএসসি (বিএম) পরিবর্তন করে এইচএসসি (টেকনিক্যাল) করতে হবে।  

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু, বাংলাদেশ বেসরকারি কারিগরি শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ নাসির উদ্দীন বাবলু প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৯
টিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।