ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

আইইবি সনদ পেল আইইউবিএটির সিএসই প্রোগ্রাম

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৯
আইইবি সনদ পেল আইইউবিএটির সিএসই প্রোগ্রাম

ঢাকা: ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) প্রোগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশের (আইইবি) অ্যাক্রিডিটেশন সনদ অর্জন করেছে।

সাধারণত বেশ কয়েকটি মানদণ্ড অনুসরণ ও যাচাই-বাছাইয়ের পরিপ্রেক্ষিতে আইইবির সহযোগী প্রতিষ্ঠান বোর্ড অব অ্যাক্রিডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল অ্যাডুকেশন (বিএইটিই) এ সনদ দিয়ে থাকে।

এ সনদ প্রাপ্তির ফলে সিএসই বিভাগের স্নাতক সম্পন্ন শিক্ষার্থীরা আইইবির সদস্য হতে পারবেন এবং সদস্য হওয়ার কারণে আইইবির নির্বাচনসহ সব কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন।

মানসম্মত ল্যাব, লাইব্রেরি, শ্রেণিকক্ষ ও অভিজ্ঞ শিক্ষকদের পরিচালনার স্বীকৃতিস্বরূপ আইইউবিএটির সিভিল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম আগেই আইইবি সনদ পেয়েছে।  

১৯৯১ সালে প্রতিষ্ঠিত আইইউবিএটি সফলতার সঙ্গে উচ্চশিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। আইইউবিএটির গ্রাজুয়েটরা বর্তমানে দেশ-বিদেশের স্বনামধন্য বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন এবং দেশের জন্য সুনাম বয়ে আনছেন।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৯
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।