ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

সৈয়দপুর সরকারি কলেজের অধ্যক্ষ সাখাওয়াতের পদত্যাগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৯
সৈয়দপুর সরকারি কলেজের অধ্যক্ষ সাখাওয়াতের পদত্যাগ ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাখাওয়াৎ হোসেন ও পদত্যাগপত্র

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাখাওয়াৎ হোসেন পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (১ অক্টোবর) সকালে তিনি পদত্যাগপত্র কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবরে পাঠিয়েছেন।

স্বাস্থ্যগত কারণে তিনি এ পদ থেকে অব্যাহতি চান বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন।

 

সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) পরিমল কুমার সরকার পদত্যাগপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।