ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

ঢাবির ‘গ’ ইউনিটের ফলপ্রকাশ, পাস ১৫.৪৯ শতাংশ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৯
ঢাবির ‘গ’ ইউনিটের ফলপ্রকাশ, পাস ১৫.৪৯ শতাংশ

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের স্নাতক সম্মান শ্রেণির প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে ১৫ দশমিক ৪৯ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১টায় ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনে কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করেন।

ভর্তি সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এবার ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় আবেদন করেছিলেন ২৯ হাজার ৫৮ জন।

পরীক্ষায় অংশ নিয়েছিলেন ২৮ হাজার ১৬৯ জন। এর মধ্যে নৈর্ব্যক্তিকে পাস করেন ৬ হাজার ৮০২ জন। লিখিত পরীক্ষায় পাস করেন ৪ হাজার ৩৬২ জন। বিভিন্ন কারণে ৬৮টি উত্তরপত্র বাতিল হয়।

সবশেষে দেখা যায়, ভর্তি পরীক্ষায় পাস করেছেন ৪ হাজার ৩৬২ ছাত্র-ছাত্রী। অনুত্তীর্ণ হয়েছেন ২৩ হাজার ৮০৭ জন।

বিস্তারিত ফলাফল এবং ভর্তি প্রক্রিয়া সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট admission.eis.du.ac.bd-তে জানা যাবে। এছাড়া DU GA লিখে রোল নম্বর লিখে ১৬৩২১ নম্বরে send করলেই ফিরতি SMS-এ শিক্ষার্থীরা তার ফলাফল জানতে পারবে।

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৯
এসকেবি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।