ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবি উপাচার্যের বিরুদ্ধে শ্বেতপত্র প্রকাশে নিন্দা 

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৯
শাবিপ্রবি উপাচার্যের বিরুদ্ধে শ্বেতপত্র প্রকাশে নিন্দা 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের বিরুদ্ধে বেনামী শ্বেতপত্র প্রকাশের নিন্দা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পেশাজীবি মহল।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে পৃথকভাবে লিখিত প্রেসবিজ্ঞপ্তিতে এ নিন্দা জানায় বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশন, কর্মচারী সমিতি, সহায়ক পরিবহন কর্মচারী সমিতি, কর্মচারী ইউনিয়নসহ বিভিন্ন মহল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ আমাদের বিশ্ববিদ্যালয়কে একটি বিশ্বমানের শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তরিত করতে অগ্রগামী ভূমিকা রাখছেন।

ঠিক সেই মুহূর্তে কিছু স্বার্থান্বেষী মহল প্রতিষ্ঠানের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে কর্মকর্তা-কর্মচারীদের জড়িয়ে উপাচার্যের নামে শ্বেতপত্র প্রকাশ করেছে। যারা এ বিশ্ববিদ্যালয়কে হৃদয়ে ধারণ করে তারা কখনোই এমন কাজ করতে পারে না। আমরা বিশ্ববিদ্যালয়ের কোনো কর্মকর্তা-কর্মচারীই এ শ্বেতপত্রের সঙ্গে জড়িত নই।  

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে ও উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে কর্তৃপক্ষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে সব কর্মকর্তা-কর্মচারী নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করে যাচ্ছে। উপাচার্যের নামে শ্বেতপত্র প্রকাশে শাবিপ্রবি পরিবারের সব সদস্য হতবাক ও মর্মাহত। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।  

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৯ 
এইচএন/এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।