ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

রাবি ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা, আটক ১

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৯
রাবি ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা, আটক ১

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর ধরমপুর এলাকার যোজক টাওয়ার থেকে তাকে আটক করা হয়।

নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এ তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেছেন।  

ভুক্তভোগী ছাত্রী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী।

তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে, আটক যুবকের নাম শ্যামল বণিক। তিনি বিশ্ববিদ্যালয়ের ভাষা বিভাগের অধ্যাপক বিথীকা বণিকের ভাই।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বাংলানিউজকে জানান, ভুক্তভোগী ছাত্রী শ্যামল বণিকের আত্মীয়। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) যোজক টাওয়ারের তৃতীয় তলায় শ্যামল বণিকের বাসায় তার সন্তানকে পড়াতে যান। আত্মীয়তার সূত্রে রাতে তিনি শ্যামলের বাসায় থাকেন। দিবাগত রাত ৩টার দিকে শ্যামল ভুক্তভোগীর শ্লীলতাহানির চেষ্টা করেন। এসময় তিনি জাতীয় নিরাপত্তা সেবার ৯৯৯ নম্বরে ফোন করলে আমরা তাকে বাসা থেকে উদ্ধার করি।

তিনি আরও জানান, ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে কী-না এখনো নিশ্চিত নই। শারীরিক পরীক্ষার জন্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শ্যামলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।