ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

সাংবাদিকের ওপর হামলার বিচার দাবিতে ঢাবিতে মানববন্ধন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৯
সাংবাদিকের ওপর হামলার বিচার দাবিতে ঢাবিতে মানববন্ধন মানববন্ধন অনুষ্ঠিত হয়

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পেশাগত দায়িত্বপালনের সময় তিন সাংবাদিকদের ওপর হামলাকারী ছাত্রলীগের নেতা-কর্মীদের দল ও বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা এ মানববন্ধনের আয়োজন করেন।

এতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহাদী আল মুহতাসিম নিবিড়।

তিনি বলেন, সোমবার (২৩ সেপ্টেম্বর) ক্যাম্পাসে কর্মরত কয়েকজন সাংবাদিকের ওপর হামলা করা হয়েছে। এটি একটি ন্যাক্কারজনক ঘটনা। আমরা মনি করি বিশ্ববিদ্যালয় গণতন্ত্রের সূতিকাগার। এখানে সবার মত প্রকাশের অধিকার রয়েছে। আমরা প্রশাসনের কাছে হামলায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।

মানববন্ধন থেকে এ ঘটনায় ছাত্রলীগ নেতাদের বহিষ্কার করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তিন দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা সেপ্টেম্বর ২৪, ২০১৯
এসকেবি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।