ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

ইউজিসিতে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৯
ইউজিসিতে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন অনুষ্ঠান, ছবি: বাংলানিউজ

ঢাকা: বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) কমিশনের প্রবেশমুখে স্থাপিত এ ম্যুরাল উদ্বোধন করেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ।

উদ্বোধন শেষে ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন ইউজিসি চেয়ারম্যান ও সদস্যরা।

এসময় বঙ্গবন্ধু ও ১৫ আগস্টে নিহত তার পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ইউজিসি প্রতিষ্ঠার পথিকৃৎ জাতির জনকের ম্যুরাল নির্মাণের কাজ এবছরের এপ্রিলে শুরু হয় জানিয়ে ইউজিসির জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের পরিচালক শামসুল আরেফিন জানান, ১৩ ফুট দৈর্ঘ্য ও ১০ ফুট প্রস্থের ম্যুরালটি টাইলস দিয়ে তৈরি করা হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন, অধ্যাপক ড. এম. শাহ্ নওয়াজ আলি, অধ্যাপক ড. দিল আফরোজা বেগম, অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন এবং অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর, সচিব ড. মো. খালেদ, বিভাগীয় প্রধান এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৯
এমআইএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।