ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

ক্যাম্পাসে ছাত্রলীগের অরাজকতা বন্ধ করতে হবে

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৯
ক্যাম্পাসে ছাত্রলীগের অরাজকতা বন্ধ করতে হবে

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ছাত্রদল-সাংবাদিকের উপর ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা জানিয়েছে ছাত্র ইউনিয়ন।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি ফয়েজ উল্লাহ ও সাধারণ সম্পাদক রাগীব নাঈম এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানান।

নেতারা বলেন, সারাদেশে ছাত্রলীগ যে সন্ত্রাসের রাজনীতি কায়েম করেছে তা অসহনীয় পর্যায়ে পৌঁছে গেছে।

আজকে শুধু ছাত্র সংগঠনের কর্মীরাই নয়, সাংবাদিকরাও রেহাই পাচ্ছে না তাদের হাত থেকে। ক্যাম্পাসে তাদের এ অরাজকতা বন্ধ করতে হবে।

তারা আরও বলেন, যে সন্ত্রাসের রাজনীতি একসময় ছাত্রদল এ ক্যাম্পাসে করেছে, সেই একই ধারার রাজনীতি এখন ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন করছে। আমরা উভয় দলকে এ অসুস্থ রাজনৈতিক সংস্কৃতি থেকে বের হয়ে এসে সুস্থধারার রাজনীতি করার আহ্বান জানাই।

দুপুরে ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাসের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের উপর হামলা করা হয়। এতে ছাত্রদলের নেতাকর্মীরা ছাড়াও তিন সাংবাদিক আহত হন।  

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৯
এসকেবি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।