ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

বশেমুরবিপ্রবির প্রকৃত ঘটনা মন্ত্রণালয়কে জানাতে নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৯
বশেমুরবিপ্রবির প্রকৃত ঘটনা মন্ত্রণালয়কে জানাতে নির্দেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

ঢাকা: গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) চলমান ছাত্র আন্দোলন বিষয়ে প্রকৃত ঘটনা শিক্ষা মন্ত্রণালয়কে জানাতে নির্দেশ দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল  হাসান চৌধুরী।

উপ-মন্ত্রীর নির্দেশে সোমবার (২৩ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক  ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব সৈয়দ আলী রেজা স্বাক্ষরিত চিঠি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) পাঠানো হয়েছে।

ইউজিসিকে বশেমুরবিপ্রবির চলমান ছাত্র আন্দোলন বিষয়ে প্রকৃত ঘটনা সম্পর্কে সামগ্রিক তথ্যাদি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগকে অবহিত করতে বলা হয়েছে।

এক ছাত্রীকে বহিষ্কারসহ বিভিন্ন ইস্যুতে বিশ্ববিদ্যালয়টিতে গত কয়েকদিন ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এতে বিশ্ববিদ্যালয়টিতে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৯
এমআইএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।