ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

জবির 'ইউনিট-২' এর ভর্তিপরীক্ষা শুরু

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৯
জবির 'ইউনিট-২' এর ভর্তিপরীক্ষা শুরু চলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তিপরীক্ষা

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) প্রথম বর্ষের 'ইউনিট-২' (মানবিক শাখা)-এর প্রথম শিফটে জোড় সংখ্যার রোল নম্বরধারী পরীক্ষার্থীদের ভর্তিপরীক্ষা শুরু হয়েছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলবে এই প্রথম শিফটের ভর্তিপরীক্ষা।  

এবার মানবিক শাখার (ইউনিট-২) ভর্তিপরীক্ষা শুক্রবার দু’টি শিফটে অনুষ্ঠিত হচ্ছে।

এর মধ্যে প্রথম শিফট সকাল সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত জোড় সংখ্যার রোল নম্বরধারী পরীক্ষার্থীদের পরীক্ষা শুরু হয়েছে। এবং অপর শিফট বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত বিজোড় সংখ্যার রোল নম্বরধারী পরীক্ষার্থীদের ভর্তিপরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবার ইউনিট-২ এর ৮৫০টি আসনের বিপরীতে সর্বমোট ২২ হাজার ৯শ ৫০ জন পরীক্ষার্থী ভর্তিপরীক্ষায় অংশগ্রহণের জন্য মনোনীত হয়েছেন। অর্থাৎ প্রতি সিটের বিপরীতে ২৭ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যদিও প্রাথমিক আবেদনের পর শর্ট লিস্টিং করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী, শিক্ষার্থীকে অবশ্যই পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের নিজ নিজ আসন গ্রহণ করার উপর জোর দেওয়া হয়েছে। পরীক্ষা শুরুর ১৫ মিনিট আগেই সব কেন্দ্রের মূল ফটক বন্ধ হওয়ার কথা থাকলেও এরপর যারা এসেছেন তাদের অধিকতর জিজ্ঞাসাবাদ শেষে কেন্দ্রে প্রবেশ করতে দিতে দেখা গেছে। পরীক্ষাকক্ষে মোবাইল ফোন, ঘড়ি, ক্যালকুলেটর বা অন্য যে কোনো ইলেক্ট্রনিক ডিভাইস নিতে দেওয়া হয়নি।  

ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (jnu.ac.bd)-এ পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১০২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৯
কেডি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।