ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে মাভৈঃ’র আবৃত্তি উৎসব ২৪-২৫ সেপ্টেম্বর

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৯
শাবিপ্রবিতে মাভৈঃ’র আবৃত্তি উৎসব ২৪-২৫ সেপ্টেম্বর

চলতি মাসের শেষ সপ্তাহে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একমাত্র আবৃত্তি সংগঠন ‘মাভৈঃ আবৃত্তি সংসদ’র উদ্যোগে দুই দিনব্যাপী আবৃত্তি উৎসবের আয়োজন করা হয়েছে। 

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।  

সংসদের সাধারণ সম্পাদক নবনীতা কর্মকার সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানান, আগামী ২৪ ও ২৫ সেপ্টেম্বর দুই দিনব্যাপী ‘মাভৈঃ আবৃত্তি উৎসব ২০১৯’র আয়োজন করা হয়েছে।

উৎসবের উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

উৎসবের ১ম দিন বেলা দেড়টায় আনন্দ শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হবে। পরে বেলা সাড়ে ৫টায় কেন্দ্রীয় মিলনায়তনে আবৃত্তি সংসদের যৌথ প্রযোজনায় শ্রুতিনাটক ‘সময়ের আর্তনাদ’, ও মৌলিক প্রযোজনায় শ্রুতি নাটক ‘সেই দিন’ এবং আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনা অনুষ্ঠিত হবে।

উৎসবের দ্বিতীয় দিন বিকেল সাড়ে ৫টায় একই স্থানে আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনা, ও মাভৈঃ আবৃত্তি সংসদের সাবেক সদস্যদের পরিবেশনা অনুষ্ঠিত হবে।  

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৯
এইচএন/এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।