ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

শিক্ষা

অব্যাহতি চাইলেন হাবিপ্রবির ছাত্র পরামর্শ বিভাগ পরিচালক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৯
অব্যাহতি চাইলেন হাবিপ্রবির ছাত্র পরামর্শ বিভাগ পরিচালক দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোগো

দিনাজপুর: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর মোহাম্মদ রাজিব হাসান অব্যাহতি চেয়ে চিঠি দিয়েছেন। 

রোববার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর এ চিঠি দেন প্রফেসর মোহাম্মদ রাজিব হাসান। তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক।

 

অব্যাহতিপত্রে তিনি লিখেছেন, ‘ব্যক্তিগত ও পারিবারিক কারণে অদ্য ১৫ সেপ্টেম্বর ২০১৯ইং তারিখ অপরাহ্ন থেকে ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক পদ থেকে অব্যাহতি প্রার্থনা করছি। ’ 

এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানান তিনি।  

যোগাযোগ করা হলে প্রফেসর মোহাম্মদ রাজিব হাসান বলেন, ‘আমি সম্পূর্ণ ব্যক্তিগত ও পারিবারিক কারণেই অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছি, এখানে অন্য কোনো কারণ নেই। ’ 

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. ফজলুল হকের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেননি।  

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।