ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

শিক্ষা

শিক্ষাখাতে ন্যায্য অধিকার আদায়ের প্রত্যয় ছাত্র ইউনিয়নের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৯
শিক্ষাখাতে ন্যায্য অধিকার আদায়ের প্রত্যয় ছাত্র ইউনিয়নের

ঢাকা: ভ্যাটবিরোধী আন্দোলনের মতো শিক্ষা ক্ষেত্রে সব ন্যায্য অধিকার আদায়ের প্রত্যয় ব্যক্ত করেছে ছাত্র ইউনিয়নের বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদ।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভ্যাটবিরোধী আন্দোলনের ৪র্থ বার্ষিকী উপলক্ষে শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় সংবাদমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতারা।  

ছাত্র ইউনিয়ন বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি শাহাদাৎ হোসেন কিরণ এবং সাধারণ সম্পাদক কফিল উদ্দিন মোহাম্মদের সই করা ওই প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৫ সালের এদিন ছাত্র সমাজ তাদের যৌক্তিক দাবি আদায় করে নিয়েছিল।

ঠিক এভাবেই ভবিষ্যতে অভিন্ন গ্রেডিং পদ্ধতি এবং অভিন্ন টিউশন ফির দাবিতে আন্দোলন গড়ে তোলা হবে।  

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মালিকদের রক্তচক্ষুকে উপেক্ষা করে ভ্যাটবিরোধী আন্দোলনের ন্যায় সব ন্যায্য অধিকার আদায় করে নেওয়া হবে বলেও জানান সংগঠনের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৯
আরকেআর/এসএ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।