ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

শিক্ষা

জবির বাণিজ্য অনুষদের ১ম শিফটের ভর্তি পরীক্ষা শুরু

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৯
জবির বাণিজ্য অনুষদের ১ম শিফটের ভর্তি পরীক্ষা শুরু বিশ্ববিদ্যালয়ের ফটকের বাইরে পরীক্ষার্থীরা ভেতরে প্রবেশের অপেক্ষায়

জ‌বি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জ‌বি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের চার বছর মেয়াদি বিবিএ ১ম বর্ষের ইউনিট-৩ (বাণিজ্য শাখা)-এর প্রথম শিফটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এবার ইউনিট-৩ এর প্রতি আসনের বিপরীতে লড়ছেন ৩৩ জন শিক্ষার্থী। 

শনিবার (১৪ সে‌প্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে এ পরীক্ষা শুরু হয়।  

এবারের পরীক্ষা দুটি শিফটে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে নেওয়া হচ্ছে।

১ম শিফট সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত। এ শিফটে জোড় সংখ্যার রোল নম্বরধারী পরীক্ষার্থী‌দের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আর দ্বিতীয় শিফট বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ শিফ‌টে বিজোড় সংখ্যার রোল নম্বরধারী পরীক্ষার্থী‌দের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ইউনিট-৩ এর ৬১০টি আসনের বিপরীতে সর্বমোট বিশ হাজার ৩০৭ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য মনোনীত হয়েছেন।

সব পরীক্ষার্থী‌কে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগেই আসন গ্রহণ করতে হয়েছে। একই সঙ্গে পরীক্ষা শুরুর ১৫ মিনিট আগেই সব কেন্দ্রের মূল ফটক বন্ধ করার কথা থাকলেও এরপরও বেশ ক’জন শিক্ষার্থী প্রবেশ করতে দেখা গেছে।  

পরীক্ষা কক্ষে মোবাইল ফোন, ক্যালকুলেটর, ঘড়ি ও অন্য যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখা বা ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করায় কাউকেই এসব ডিভাইস বহন করতে দেওয়া হয়নি।

বাংলাদেশ সময়: ১০২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৯
কেডি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।