ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

শিক্ষা

জবিতে স্নাতকোত্তরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের ফি মওকুফ

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৯
জবিতে স্নাতকোত্তরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের ফি মওকুফ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি): জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) স্নাতকোত্তর শ্রেণিতে পড়ুয়া প্রতিবন্ধী শিক্ষার্থীদের ভর্তি ও পরীক্ষার ফিসহ যাবতীয় ফি মওকুফের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ওহিদুজ্জামান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ ও ইনস্টিটিউটে অধ্যয়নরত প্রতিবন্ধী শিক্ষার্থীদের ভর্তি ফি, পরীক্ষার ফিসহ কোনো ধরনের ফি দিতে হবে না।

অর্থাৎ প্রতিবন্ধীরা জবিতে বিনা খরচায় উচ্চশিক্ষা লাভ করতে পারবেন। এরই মধ্যে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।  

তবে স্নাতক পড়ুয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য কিনা সে বিষয়ে কিছু জানায়নি জবি কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ০৩৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৯
কেডি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।